rockland bd

টিকার ব্যবহার শুরুর আগেই মৃত্যু হতে পারে ২০ লাখ মানুষের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

বিদেশ ডেস্ক, বাংলাটুডে টুয়েন্টিফোর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, করোনাভাইরাসের টিকার ব্যাপক ব্যবহার শুরুর আগেই বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ মানুষের মৃত্যু হতে পারে।
ডব্লিউএইচওর জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান আরও বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে বৈশ্বিক প্রচেষ্টা যদি জোরদার না হয় তবে মৃত্যুর এ সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল (শুক্রবার) প্রতিষ্ঠানটির জেনেভার সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহানে করোনার প্রাদুর্ভাব হয়। এরপর এ যাবৎ করোনায় প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

টিকার জন্য সারা বিশ্বে এখন ১৮০টির বেশি উদ্যোগ চালু আছে। এর মধ্যে নয়টি টিকা তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। টিকার এসব প্রচেষ্টার মধ্যে ২০ লাখ মৃত্যু কীভাবে সম্ভব, এমন প্রশ্ন করা হয়েছিল রায়ানকে।
এর উত্তরে তিনি বলেছেন, ‘এটা অসম্ভব নয়।’ রায়ান এও বলেন, মৃত্যুর সংখ্যা কিছু কমছে কারণ করোনার চিকিৎসার মান উন্নত হচ্ছে। তবে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং একটি কার্যকর টিকা মৃত্যুর সংখ্যা ২০ লাখে পৌঁছা ঠেকাতে সক্ষম নাও হতে পারে।
রায়ান করোনাভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান। কবর পারস টুডের।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

Comments are closed.