rockland bd

ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই নিহত

0

ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: সাতক্ষীরা
জেলার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চাপড়া পুরাতন ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজামাল (৩৭) যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি আশাশুনি থানায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শাহজামাল দায়িত্ব শেষে বুধহাটা এলাকা থেকে মোটরসাইকেলযোগে থানায় ফিরেছিলেন। পথে সাতক্ষীরা-আশাশুনি সড়কে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ট্রাকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় একটি বাঁশ তার পেটের ভেতর ঢুকে যায়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাজমুছ সাহাদাত নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, ট্রাকটি জব্দ ও চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

Comments are closed.