ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: দেশে আরো দুটি নতুন পাবলিক বিশ্ব বিদ্যালয় হচ্ছে।
চাঁদপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আজ বুধবার জাতীয় সংসদে দুটি বিল পাস হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বিল দুটি সংসদে উত্থাপন করেন এবং উভয়ই স্বতন্ত্র ভোটের মাধ্যমে পাস হয়।
বিলগুলো হলো ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিল, ২০২০’।
বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হবেন রাষ্ট্রপতি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ- উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলও থাকবে।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর