rockland bd

ময়মনসিংহে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে; নিহত ৮, আহত ৬

0

ময়মনসিংহ, বাংলাটুডে টুয়েন্টিফোর: ময়মনসিংহ জেলার ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ আট জন নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু, পাঁচ নারী ও দুইজন পুরুষ রয়েছে। তাঁদের বাড়ি ভালুকা ও গফরগাঁও উপজেলায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানিয়েছেন, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী যাওয়ার সময় ফুলপুরের বাশাতি এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় ছয় জনকে জীবিত উদ্ধার করা ছাড়াও এক শিশু, পাঁচ নারী ও দুইজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও কারও পরিচয় জানা সম্ভব হয়নি। তিনি বলেন, “আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।”
মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

এবিএস

Comments are closed.