rockland bd

শোলাকিয়ায় হচ্ছে না ঈদের জামায়াত

0

ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: করোনা পরিস্থিতির কারণে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে এ বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আসন্ন ১৯৩তম ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হচ্ছে না।
সোমবার বিকালে অনুষ্ঠিত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য, আলেম ওলামাগণ ও সাংবাদিকরা সংযুক্ত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এ সময় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফারুক আহম্মেদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক একেএম শামছুল ইসলাম খান মাসুম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সকলকে ঈদ জামায়াত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায়ের জন্য অনুরোধ করা হয়। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

Comments are closed.