rockland bd

করোনায় মারা গেলেন সংসদ সদস্য ইসরাফিল আলম

0

ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম আজ সোমবার রাজধানীর একটি হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন।
শ্বাসকষ্ট নিয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এ সাংসদ। সেখানে সকাল ৬টা ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার স্ত্রী সুলতানা পারভিন বিউটি জানান, কাশির সাথে রক্ত আসায় গত ১৭ জুলাই দ্বিতীয় দফায় ইসরাফিলকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পারভিন আরও জানান, ইসরাফিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং ৬ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে করোনাভাইরাস পরীক্ষার ফলো-আপ রিপোর্ট নেগেটিভ আসলে গত ১৪ জুলাই তিনি হাসাপাতাল থেকে বাড়িতে ফেরেন।
ইসরাফিল আলম ২০০৮ সালে ঢাকা মহানগর শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন প্রথমবারের মতো এমপি হন। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ তিনি তিনবার এমপি নির্বাচিত হয়েছেন।
এছাড়া তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

করোনায় মারা গেলেন আ’লীগের এমপি ইসরাফিল আলম
বিদেশ ডেস্ক, ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম আজ সোমবার রাজধানীর একটি হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন।
শ্বাসকষ্ট নিয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এ সাংসদ। সেখানে সকাল ৬টা ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার স্ত্রী সুলতানা পারভিন বিউটি জানান, কাশির সাথে রক্ত আসায় গত ১৭ জুলাই দ্বিতীয় দফায় ইসরাফিলকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পারভিন আরও জানান, ইসরাফিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং ৬ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে করোনাভাইরাস পরীক্ষার ফলো-আপ রিপোর্ট নেগেটিভ আসলে গত ১৪ জুলাই তিনি হাসাপাতাল থেকে বাড়িতে ফেরেন।
ইসরাফিল আলম ২০০৮ সালে ঢাকা মহানগর শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন প্রথমবারের মতো এমপি হন। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ তিনি তিনবার এমপি নির্বাচিত হয়েছেন।
এছাড়া তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
ইসরাফিল আলম এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

ইসরাফিল আলম এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

Comments are closed.