rockland bd

‘পাকিস্তানে অভিযান চালাতে গিয়ে ১৪ ভারতীয় সেনা নিহত, আটক ১’

0

বাংলাটুডে২৪ ডেস্ক :
কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে ভারতের অভিযানের সময় পাক সেনাদের হাতে এক ভারতীয় সেনা ধরা পড়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।
অভিযানে থাকা ভারতীয় সেনাদের মধ্যে আটজন নিহত হয়েছে বলেও জানানো হয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে।
পাকিস্তানের জিও নিউজ এ একটি অনুষ্ঠানে দেশটির সাংবাদিক হামিদ মীর বলেন, “নিয়ন্ত্রণ রেখায় দুইটি সেক্টরে ১৪ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা অবসর প্রাপ্ত মেজর জেনারেল ইজাজ আওয়ান ১৪ ভারতীয় সেনা নিহত হওয়ার এ খবর নিশ্চিত করেন।
ভারতীয় এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ৩৭ রাষ্ট্রীয় রাইফেলস এর একজন সেনা অস্ত্রসহ ‘অসাবধানতাবশত’ নিয়ন্ত্রণ রেখার পাকিস্তান অংশে প্রবেশ করেছেন বলে তারা নিশ্চিত হয়েছেন।
তিনি বলেন, “এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। উভয় দেশের বেসামরিক নাগরিকরাও ভুলে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ফেলে। অতীতে এ ধরনের ঘটনা ঘটেছে এবং যারা পথভুল করেছে তাদের ফিরিয়ে আনা হয়েছে।”
পাকিস্তানের চাম্ব সেক্টরের দুই সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অস্ত্রসহ ভারতীয় ওই সেনা ধরা পড়ে।
অন্যদিকে, ডনের খবরে বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের তাত্তা পানি এলাকার নিয়ন্ত্রণ রেখা জুড়ে ভারতীয় সেনাদের গুলি বর্ষণের সময় পাকিস্তানি সেনারা এক ভারতীয় সেনাকে আটক করে এবং গোলাগুলিতে আট ভারতীয় সেনা নিহত হন।
এ ঘটনায় দুই পাক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
দৈনিক ডন এর প্রতিবেদনে আটক ভারতীয় সেনার নাম চান্দু বাবুলাল চৌহান বলে দাবি করা হয়েছে। পরিচয় দেওয়া হয়েছে:
নাম: চান্দু বাবুলাল চৌহান। পিতার নাম: বাশান চৌহান। বয়স: ২২ বছর। ধর্ম: হিন্দু। রাজ্য: মহারাষ্ট্র। আটক ভারতীয় সেনাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি।
‘নিহত ভারতীয় সেনাদের দেহ’ এখনও লড়াইয়ের ময়দানে পড়ে আছে বলে দাবি ডন পত্রিকার।
পাক সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়, পাকিস্তানি সেনাদের গুলির ভয়ে ভারতীয় সেনারা এখনও মৃতদেহগুলো উদ্ধারের উদ্যোগ নেয়নি।

Comments are closed.