rockland bd

যশোর সীমান্তে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

0


সোহেল রানা,যশোর প্রতিনিধি, বাংলাটুডে টুয়েন্টিফোর :
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১শ’বোতল ফেনসিডিলসহ আব্দুল মোমিন (৪০) নামে এক ইউপি সদস্য কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) সদস্যরা।
রোববার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।আটক আব্দুল মোমিন শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে ও বর্তমানে পুটখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।
এ ব্যাপারে যশোর র‌্যাব-৬ এর পরিচালক লে. সরোয়ার হোসাইন জানান,গোপন সংবাদে জানা যায় ভারত থেকে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলের একটি চালান এনে সীমান্তের শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা তিন রাস্তার মোড়ে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১শ’বোতল ফেনসিডিলসহ ইউপি সদস্য আব্দুল মোমিনকে আটক করা হয়।এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এবিএস

Comments are closed.