rockland bd

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের করোনায় মৃত্যু

0

বিদেশ ডেস্ক, ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন মৃধার (৭৭) মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসক অতুল সরকার জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতির দায়িত্বে ছিলেন।
লোকমান হোসেন মৃধার একান্ত সহকারী সচিব রেজাউল করিম মিঠু জানান, গত ২২ জুন তার শরীর খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন করোনা ধরা পড়ে এবং শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ২৪ জুন ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ভেন্টিলেটরের আওতায় নেয়া হয়।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফরিদপুর-২ আসনের এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন বুলবুল, ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী প্রমুখ গভীর শোক জানিয়েছেন। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

Comments are closed.