rockland bd

করোনায় বাপ্পা মজুমদারের ‘লকডাউন ঢাকা’

0

বাংলাটুডে বিনোদন ডেস্ক
‘লকডাউন ঢাকা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। শুধু কণ্ঠ নয়, গানটির কথা-সুর আর সংগীতায়োজনও করেছেন এই শিল্পী নিজে। সম্প্রতি গানটি বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

জানা গেছে, বাম্বল বি ড্রোনস-এর সহযোগিতায় গানটির ভিডিও নির্মাণ করেছে বাপ্পার নিজের প্রতিষ্ঠান বি-এমজ ওয়ার্কস্টেশন।

গানটি প্রসঙ্গে বাপ্পা জানিয়েছেন, সত্যি বলতে গানটির জন্ম হলো এই বোবা শহরটাকে দেখে। শহরের এই চেহারা আমি অন্তত কখনও ভাবিনি। যেমন ভাবিনি আমার মতো অসংখ্য শিল্পী-মিউজিশিয়ান দিনের পর দিন ঘরে পড়ে থাকবে। জানি না, সামনে আমাদের জন্য কেমন দিন অপেক্ষা করছে। প্রত্যাশা তো করি, স্বাভাবিক জীবনে দ্রুত ফেরার।
সাগর/বাংলাটুডে

Comments are closed.