rockland bd

দিনাজপুরে শিশু ধর্ষণের অভিযোগ, যুবক আটক

0

মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় উপজেলার মাহানপুর গ্রামের আব্দুল হালিমকে (৩২) আটক করা হয় বলে জানান বীরগঞ্জ থানার এসআই শাহাদত হোসেন।

শিশুটিকে নাজুক অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিশুর এক আত্মীয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহানপুর গ্রামের মোরশেদ আলীর ছেলে আব্দুল হালিম আট বছরের শিশুটিকে ধর্ষণ করে।

তার চিৎকার শুনে এলাকাবাসী এসে হালিমকে আটক করে পুলিশে দেয় বলে তিনি জানান।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রক্তাক্ত অবস্থায় আনার পর শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই শাহাদত বলেন, আটক হালিম থানায় রয়েছে। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.