rockland bd

রায়গঞ্জে সিএনজি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৩ জন

0

আতিক মাহমুদ আকাশ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের রায়গঞ্জের সিএনজি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ ১জন নিহত ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে পুরাতন বগুড়া সড়কের রায়গঞ্জ পৌর মৎস্য আড়ৎ এর সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সুত্রে জানা যায় চান্দাইকোনা থেকে সিএনজি যোগে ৫জন ধান কাটা শ্রমিক সিরাজগঞ্জে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজি যাত্রী নাটোর জেলার সিংড়া উপজেলার মস্টিগড় গ্রামের মৃত মহির উদ্দিন শাহর পুত্র সেন্টু শাহ (৩০) ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন। সিএনজিতে থাকা একই এলাকার মৃত সাদেক আলীর পুত্র আরিফ হোসেন(২৮) মৃত নাজির উদ্দিনের পুত্র সাখাওয়াত হোসেন (২৬) ও মৃত রতির পুত্র সুশেন (৩০) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ ইন্সেপেক্টর শহিদুল ইসলাম নিশ্চিত করেন।

লিখন/বাংলাটুডে

Comments are closed.