rockland bd

হারিয়ে যাওয়া ৬ কিশোর যেভাবে উদ্ধার সুন্দরবন থেকে

0

ডেস্ক রিপোর্ট, বাংলাটুডে টুয়েন্টিফোর: সুন্দরবনে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলা স্কুল, কলেজ ও মাদরাসা পড়ুয়া ছয় কিশোরকে উদ্ধার করা হয়েছে।
লোকালয় থেকে তিন কিলোমিটার দূরে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ধানসাগর স্টেশন এলাকা থেকে থানা ও নৌ পুলিশ তাদের উদ্ধার করে। খবর ইউএনবির
বৃহস্পতিবার ভোরে ওই ছয় কিশোরকে শরণখোলায় এনে তাদের অভিবাকদের কাছে তুলে দেয়া হয়েছে।
হারিয়ে যাওয়া ওই ছয় কিশোর হলো- ইমরান খলিফা, মাইনুল ইসলাম, আব্দুর রহিম, জয়, সাইমন খলিফা ও জুবায়ের খলিফা। এদের সবার বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আবু সাইয়িদ জানান, ওই ছয় কিশোর বুধবার সকালে শরণখোলা উপজেলার বড় রাজাপুর এলাকা থেকে হেটে সুন্দরবনে প্রবেশ করে। ঘুরতে ঘুরতে তারা বনের গহিনে চলে যায়। সন্ধ্যা হয়ে গেলে তারা পথ হারিয়ে ফেলে।
তিনি আরও জানান, রাত ১০টার দিকে তাদের মধ্যে থেকে এক কিশোর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দেয়। পরে নৌ পুলিশের সহায়তায় ধানসাগর স্টেশন এলাকা থেকে ওই কিশোরদের উদ্ধার করা হয়।

এবিএস

Comments are closed.