rockland bd

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড এফডিসি

0

বাংলাটুডে বিনোদন ডেস্ক

গতকাল রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে বেশ কিছু গাছ, হেলে পড়েছে আরও কিছু। এছাড়াও গাছের ডাল আধাপাকা বিল্ডিংয়ের টিনের চালেও পড়েছে। শুধু গাছই নয়, এফডিসির বেশকিছু অস্থায়ী বোর্ড ও সাজসজ্জার ক্ষতি হয়েছে। বিশেষ করে মূল ফটকের সামনে রাখা প্লাইউডের বোর্ডগুলো ভেঙে পড়েছে। তাই এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

বর্তমানে ঈদের ছুটি থাকায় ঝড়ে ক্ষয়ক্ষতির স্পষ্ট ধারণা এখনই দেওয়া সম্ভব নয় বলে দৈনিক আমাদের সময় অনলাইনকে জানিয়েছেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন।

তিনি বলেন, ‘সকালে নিরাপত্তার বিষয়টি আমাকে অবহিত করেন। যতদূর জানি, বেশ কিছু বড় গাছ ঝড়ে উপড়ে পড়েছে। তবে সংখ্যাটা এখন বলা মুশকিল। আর কিছু গাছ হেলে গেছে। এই ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত সরানোর নির্দেশ দিয়েছি। যেগুলো পড়ে গেছে, সেগুলো আপাতত সরানো হচ্ছে না। কারণ আমাদের বেশ কিছু বিল্ডিং এমনিতেই ভাঙা হবে। এছাড়াও এফডিসিতে বেশ কিছু টিনশেডের চালা আছে। সেগুলো ভালো করে চেক করতে বলেছি।’
সাগর/বাংলাটুডে

Comments are closed.