rockland bd

যশোরের শার্শায় আম্পানের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু

0

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
বেনাপোল সীমান্তে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ঘর চাপা পড়ে গুরুতর আহত হওয়া শাহিন আলী (২৭) নামে এক রং মিস্ত্রি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয়েছে। আজ শনিবার( ২৩ মে) দুপুরে ২ টার সময় অবস্থা অবনতি হলে হসপিটালের নেওয়ার পথে মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন, বেনাপোল সীমান্তের ভবারবেড় গ্রামের শাহেব আলী ছেলে শাহিন আলী(২৫)।
নিহত ব্যক্তির বড় ভাই কামাল হোসেন বলেন, গত (২০ মে) ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে আমাদের ঘরের দেয়াল ভেঙে আমার ছোট ভাই চাপা পড়ে। এতে সে ঘাড়ে ও বুকে গুরুতর আঘাত পায়। এবং পরদিন সকালে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলে।
তিনি আরো বলেন, আমাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় আমরা তাকে বাড়িতে এনে চিকিৎসা সেবা দিচ্ছি লাম। আজ(২৩ মে) দুপুরে অবস্থা অবনতি হলে হসপিটালের নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

লিখন/বাংলাটুডে

Comments are closed.