rockland bd

রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬

0

ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: রাঙ্গামাটিতে বেসরকারি এ্যালায়েন্স হাসপাতালের এক কর্মীসহ নতুন করে আরও তিন জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।এ নিয়ে পার্বত্য চট্টগ্রামের জেলাটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।
গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স (সিভাসু) থেকে ৪৫ জনের রিপোর্টের মধ্যে তিন জনের ফলাফল পজেটিভ এবং অন্যদের নেগেটিভ আসে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
তবে মোট আক্রান্তের মধ্যে চার জন সুস্থ হয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৬ মে রাঙ্গামাটিতে সর্বপ্রথম ৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১২ মে একজন, ১৩ মে ৯ জন এবং ১৪ মে ১১ জন এবং ১৬ মে আরও একজন নার্স করোনায় আক্রান্ত হন।
সর্বশেষ ১৯ মে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে রাঙ্গামাটিতে নতুন করে আরও ১৭ জন এবং ২২ মে ৩ জন করোনা রোগী শনাক্ত হন। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর।

Comments are closed.