rockland bd

শাহজাদপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

মাসুদ মোশাররফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শাহজাদপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট সমাজসেবক তরু লোদী নিজস্ব অর্থায়নে পৌর এলাকার ৫’শ কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এদিন সকাল সাড়ে ৮ টায় দ্বারিয়াপুর মহল্লার জামে মসজিদ চত্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ ও তেল। এছাড়া একই দিন আওয়ামীলীগ নেতা তরু লোদী পৌর এলাকার বিভিন্ন মসজিদের ৫০ জন ইমাম ও মোয়াজ্জেনদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় আওয়ামীলীগ নেতা আনু লোদী, আসলাম আলী, যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম হীরক, শ্রমিকলীগ নেতা আল-মাহমুদ, রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

লিখন/বাংলাটুডে

Comments are closed.