rockland bd

কেউই পাবেন না এবার ফিফার সেরা হওয়ার খ্যাতি

0

বাংলাটুডে ডেস্ক
করোনা মহামারীর কারণে এ বছরের ‘দি বেস্ট’ অ্যাওয়ার্ড বাতিল করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী সেপ্টেম্বর মাসে ইতালির মিলান শহরে বসার কথা ছিল দি বেস্ট অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান বাতিল হওয়ার কারণে এ বছর কেউই পাবেন না ফিফার সেরা হওয়ার পুরষ্কার বা খ্যাতি। গত বছর ফিফার দি বেস্ট অ্যাওয়ার্ড জিতে নেন আর্জেন্টাইন ও বার্সেলোনার তারকা লিওনেল মেসি। আর এ বছরের অনুষ্ঠান বাতিল হওয়ার ফলে দি বেস্টের পুরষ্কারটা আরো ১ বছর নিজের কাছে রেখে দিতে পারবেন তিনি।

‘দি বেস্ট’ অ্যাওয়ার্ড বাতিলের পাশাপাশি এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ও ২০২০ সালের ফুটসাল বিশ্বকাপ পিছিয়ে ২০২১ সালে নিয়ে গেছে। এ বছর ফিফার আয়োজনের মধ্যে এখন শুধু বাকি রয়েছে ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে আগামী ডিসেম্বর মাসেআবুধাবিতে এই ক্লাব বিশ্বকাপ। তবে করোনা পরিস্থিতি যদি খুব বেশি স্বাভাবিক না হয় তাহলে এই ক্লাব বিশ্বকাপও পিছিয়ে দেবে ফিফা। কারণ ফিফার সভাপতি আগেই জানিয়েছিলেন যে মহামারীর মধ্যে কোনো কিছুই চালাবে না ফিফা।

লিখন/বাংলাটুডে

Comments are closed.