একদিকে আমেরিকায় চলছে ফোবানা আর অপরদিকে কানাডায় হচ্ছে নর্থ-আমেরিকা বাংলাদেশ কনভেনশন।
শনিবার মন্ট্রিয়লের পার্ক এক্সটেশনের ইউলিয়াম হিংস্টন ভবনে অনুষ্ঠিত জমকালো আয়োজনে বাংলাদেশ-কানাডা সলিডারিটির উদ্যোগে শুরু হলো এই ৩০তম নর্থ-আমেরিকা বাংলাদেশ কনভেনশন -২০১৬।
দুই দিনব্যাপী কনভেনশনে ছিল সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশোন শো, এনএবিসি এওয়ার্ড, কাব্য জলসা, নাচ-গান, মিস বাংলাদেশসহ নানান অনুষ্ঠান।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কুইবেক পার্লামেন্টের ডেপুটি হাউজ লিডার জেরি স্কালোভোনোজ।
আর গানে গানে মঞ্চ মাতান বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, মাহমুদুজ্জামান বাবু, তনিমা হাদীসহ স্থানীয় শিল্পীরা।
রবিবার দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করেন কুমার বিশ্বজিত, আগুন এবং আঁখি আলমগীর।