rockland bd

ওসমানী হাসপাতালের ৭৮ ইন্টার্ন চিকিৎসক কোয়ারেন্টাইনে

0

ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট ৭৮ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘সবাইকে হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার আটজনের নমুনা পরীক্ষা করা হয়। বাকিদের ধাপে ধপে পরীক্ষা করা হবে।’
বুধবার হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনিও ইন্টার্ন হোস্টেলে রয়েছেন। তিনি সম্প্রতি গাজীপুর থেকে সিলেট ফেরেন। সিলেটে আসার পর তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট করোনা পজেটিভ আসে।
এর আগে, গত ১৩ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির করোনা শনাক্ত হলে ১৯ চিকিৎসক ও ১৪ নার্সসহ ৪৪ জনকে কোয়ারেন্টাইন করা হয়।
এদিকে, বৃহস্পতিবার আরেক প্রসূতির করোনা শনাক্ত হয়েছে। তার সংস্পর্শে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এসেছেন তাদেরও কোয়ারেন্টাইন করা হবে বলে জানিয়েছেন হিমাংশু লাল রায়।
তিনি আরও বলেন, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের স্টোর কিপারের করোনা শনাক্তের পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সাথে তার পরিবারের তিন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।
সিলেট বিভাগে নতুন করে আরও ১৬ জন শনাক্ত হওয়ায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ জন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ২৬, সিলেটে ১২, সুনামগঞ্জে ৮ এবং মৌলভীবাজারে ৩ জন আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন ও মৌলভীবাজারের রাজনগরের একজন পান দোকানি মারা গেছেন। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

Comments are closed.