rockland bd

আন্ডারওয়ার ব্যবসায় নওয়াজউদ্দিন!

0

আন্ডারওয়ার মোটেই অবহেলার কিছু নয়। সেই কথাটাই কি হায়দ্রাবাদের রাস্তায় আওড়াচ্ছিলেন এই মুহূর্তে ভারতের সব থেকে ওয়ান্টেড অভিনেতাদের অন্যতম নওয়াজউদ্দিন সিদ্দিকি?

হায়দ্রাবাদের রাস্তায় নওয়াজকে আন্ডারওয়ার ফিরি করতে দেখে চমকে গেছেন পথচারীদের অনেকেই। তবে ঘোর কাটতে বিশেষ সময় লাগেনি বেশি।

নওয়াজের আন্ডারওয়ার ফিরি যে তার আসন্ন ছবির বিজনেস প্রোমোশনের কৌশল, তা বুঝতে পেরে মজা পেয়েছেন অনেকেই।

সোহেল খান পরিচালিত ‘ফ্রিকি আলি’ ছবিতে একজন আন্ডারওয়ার বিক্রেতার চরিত্রেই অভিনয় করেছেন নওয়াজ। প্রোমোশনে সেই অছিলাটিকেই কাজে লাগান পরিচালক-প্রযোজক-ব্র্যান্ড নির্মাতারা।

হায়দ্রাবাদের চারমিনার-এর সামনে তার সহ-অভিনেতা আরবাজ খান-এর সঙ্গে তিনি ছবির প্রমোশন-এ যোগ দেন। মুহূর্তের মধ্যে ভক্তদের ভিড় জমে যায় তার চারপাশে।

Comments are closed.