rockland bd

দেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট আক্রান্ত ১৭

0

ঢাকা, বাংলাটুেড টুেয়িন্টেফার: করোনাভাইরাস: দেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট আক্রান্ত ১৭। দেশে আরও তিনজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

গতকাল বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির ব্রিফিংয়ে বলা হয়, আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য এবং তারা ইতালি ফেরত প্রবাসীর সংস্পর্শে এসেছিলেন।
খবর ইউএনিবর।

আস / বাংলাটুেড টুেয়িন্টেফার

Comments are closed.