rockland bd

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0


বোচাগঞ্জ(দিনাজপুর ) প্রতিনিধি, ১৩ ফেব্রুয়ারী ২০২০ (বাংলাটুেড) :
দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাক্টার ও মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মটর সাইকেল চালক নিহত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সুলতানপুর হতে বোচাগঞ্জে নিজ বাড়ী সেতাবগঞ্জ পৌরসভাধীন ডাঙ্গীপাড়ায় ফেরার পথে রঞ্জিত চন্দ্র শীল (৩৫) ট্রাক্টারের সাথে সংঘর্ষে ঘটনা স্থলেই নিহত হন।
নিহত রঞ্জিত বোচাগঞ্জ উপজেলার ডাঙ্গীপাড়া মহল্লার মৃত গোবিন্দ চন্দ্র শীলের ছেলে । এলাকাবাসী জুই এন্টারপ্রাইজের ট্রাক্টারটি আটক করে বোচাগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ আটক ট্রাক্টার টিকে তাদের নিজ হেফাজতে নেয়। তবে জুই এন্টারপ্রাইজের ট্রাক্টার চালক পলাতক রয়েছে। বোচাগঞ্জ থানার ওসি আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মোঃ আশিকুর ইসলাম/এবিএস

Comments are closed.