রাজধানীর হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চোর ও ছিনতাই চক্রের সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
আজ শনিবার সকালে বিষয়টি জানিয়েছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।
পুলিশের ভাষ্য, ওই পাঁচজনের কাছে থেকে অস্ত্র, গুলি, চারটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মিজানুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন র্যাব ২-এর সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে র্যাব ২-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।