rockland bd

মৃত ঘোষণার কয়েক মিনিট পর নড়ে উঠলো নবজাতক

0

ঢাকা ডেস্ক, বাংলাটুডে টুয়েন্টিফোর: চুয়াডাঙ্গায় ভূমিষ্ট হওয়ার পর নবজাতকে মৃত ঘোষণা করে অযত্নে রেখে দেয়া হয়েছিল খালি মেঝের ওপর। তারপর দাফনের প্রস্তুতি নিচ্ছিল পরিবার। এ সময় মায়ের ইচ্ছে হলো শেষবারের মতো নাড়ি ছেঁরা ধনকে কোলে নেয়ার। অমনিই মায়ের কোলে নড়ে উঠল শিশুটি।
সোমবার সকালে জন্ম নেয়া নবজাত বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। খবর ইউএনবির।

আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

Comments are closed.