rockland bd

মৌলভীবাজারে চা বাগানে চার জনকে খুন করে আত্মহত্যা এক চা শ্রমিকের

0

চা বাগান

ডেস্ক রিপোর্ট, ১৯ জানুয়ারী ২০২০ (বাংলাটুেড) : মৌলভীবাজারের বড়লেখা থানার পুলিশ বলছে, সীমান্তবর্তী দুর্গম পাল্লাতল চা বাগানের এক শ্রমিক অন্তত চার জনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
তারপর হত্যাকারী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহতরা হত্যাকারীর স্ত্রী, শ্বাশুড়ি এবং বাকি দুজন প্রতিবেশী। নিহত প্রতিবেশী এক ব্যক্তি ও তার মেয়ে হত্যাকারীকে ঠেকানোর জন্য এগিয়ে এসেছিলেন।
পুলিশ ও বাগান কর্তৃপক্ষ বলছে, পারিবারিক কলহের জের ধরে সম্ভবত এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে।
সব মিলে পুরো ঘটনা ঘটতে এক ঘন্টারও কম সময় লেগেছে।
তবে ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম ও দূরবর্তী স্থানে হওয়ায় নির্ভরযোগ্য বিস্তারিত তথ্য এখনো পাওয়া যাচ্ছে না।
রবিবার ভোররাতে ঘটনাটি ঘটলেও এই প্রতিবেদন লেখার সময়েও পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা ঘটনাস্থলের পথে ছিল বলে উল্লেখ করেন বড়লেখা থানার ওসি ইয়াসিনুল হক।
বাগানটি জেলা সদর থেকেও ৯০ কিলোমিটার দূরে। জায়গাটি বাংলাদেশ ও ভারতের সীমান্তে অবস্থিত।
কোন মোবাইল নেটওয়ার্ক সেখানে নেই। ফলে সেখানে যারা পৌঁছেছেন তাদের সাথে যোগাযোগই করা যাচ্ছে না।
কী ঘটেছিল?

চা বাগানগুলোতে পাতা সংগ্রহের মত কঠিন কাজগুলো মূলত নারী শ্রমিকরাই করেন

পুলিশ, বাগান কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, চা বাগানের অস্থায়ী শ্রমিক নির্মল রোববার ভোররাতে বাড়ি পৌঁছানোর পর স্ত্রীর সঙ্গে তর্কের এক পর্যায়ে তাকে দা নিয়ে ধাওয়া করে।
তার নামের প্রথম অংশই শুধু জানা গেছে।
সে সময় স্ত্রী দৌড়ে তার মায়ের ঘরে যান। এক পর্যায়ে স্ত্রী এবং শাশুড়ি দুজনকেই কুপিয়ে আহত করে ঐ ব্যক্তি।
এ সময় প্রতিবেশী বসন্ত ও তার কন্যা শিউলি ঠেকানোর জন্য এগিয়ে এসে হামলার শিকার হন।
পুরো ঘটনা ঘটানোর পরই সম্ভবত নিজের ঘরে ঢুকে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নির্মল।
পাল্লাতল চা বাগানের ম্যানেজার এবিএম মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহতরা সবাই চা বাগানের শ্রমিক।
তবে, নির্মলের বাড়ি এই চা বাগানে নয়। কয়েক বছর আগে বিয়ে করে এ বাগানে কাজ করতে শুরু করেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় নির্মল মাতাল ছিলেন।
বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নে পাল্লাতল চা বাগানটি একটি বেসরকারি মালিকানাধীন বাগান।
শ্রমিক ও কর্মচারীসহ বাগানে কয়েক হাজার কর্মী কাজ করেন।
পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানাচ্ছেন, মৌলভীবাজার শহর থেকে ঐ বাগানে পৌছাতে আড়াই থেকে তিন ঘন্টার মত সময় লাগে।

সূত্র : বিবিসি

এবিএস

Comments are closed.