rockland bd

বগুড়া শেরপুরে ট্রাক চাপায় নিহত-১

0


আব্দুল ওয়াদুদ শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ধনকুন্ডি এলাকায় মসজিদে নামাজ পরে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত দ্রুত গতির ট্রাক চাপায় সাইদার (৬০) নামের বৃদ্ধা মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
জানাযায়, গাইবান্দা জেলার সদর উপজেলার মনহারপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে সাইদার (৬০) বিশ্ব ইজতেমার ২য় পর্বে যাওয়ার জন্য ঢাকার বাসে রওনা হয়। বাসটি ধুনকুন্ডি একায় হোটেল ফুড ভিলেজে দুপুরের বিরতি দিলে সাইদার রাস্তারপূর্বপার্শ্বে মসজিদে নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত দ্রুত গতির ট্রাক চাপায় পৃষ্ট হয়ে সাইদার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

লিখন

Comments are closed.