rockland bd

দিনাজপুরের বোচাগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

0

দিনাজপুরের বোচাগঞ্জে চক্ষু রোগীদের সেবা প্রদান করছেন গাওসুল আজম চক্ষু হাসপাতাল দিনাজপুর এর অভিজ্ঞ ডাক্তারগণ।

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে সফিকুল আলম এর স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত “চোখের ছানি রোগ এর চিকিৎসা নিয়ে,পৃথিবীটাকে দেখবো নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায়  এবারও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আটগাঁ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সফিকুল আলম স্মরণে গতকাল বুধবার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয মাঠে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চক্ষু রোগীদের সেবা প্রদান করেন গাওসুল আজম চক্ষু হাসপাতাল দিনাজপুর এর অভিজ্ঞ ডাক্তারগণ। মোল্লাপাড়া যুব উন্নয়ন সংসদের আয়োজনে ও আন্ধেরী হিলফী জার্মানীর অর্থায়নে চক্ষু রোগীদের মধ্যে হতে ছানি অপারেশণ ও লেন্স প্রতিস্থাপন এর জন্য পরীক্ষা নিরীক্ষা করে রোগী বাছাই শেষে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বাছাই করা চক্ষু ছানি রোগীদের বিনা খরচে বাসে করে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয হতে লেন্স প্রতিস্থাপন এর লক্ষে দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মোলাপাড়া যুব উন্নয়ন্ন সংসদ এর সভাপতি মরহুম সফিকুল আলমের ছেলে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আতিকুর রহমান নভেল, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক প্রমুখ। উক্ত চক্ষু শিবির ক্যাম্পে এবার ৬ শতাধীক চক্ষু রুগীর মধ্যে থেকে বাছাই করে ছানি রুগীদের গাওসুল আজম চক্ষু হাসপাতাল দিনাজপুর এ প্রেরন করা হয়।

লিখন

 

Comments are closed.