rockland bd

এ এফ এম মুহিতুল ইসলামের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ শুক্রবার এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মুহিতুল ইসলাম জাতীয় ক্ষেত্রে এক দায়িত্বশীল ভূমিকা রেখেছেন।

প্রকৃত দেশপ্রেমিক হিসেবে তার অবদানকে জাতি স্মরণ রাখবে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতিকালীন সময়ে রেসিডেন্ট পিএ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আন্তরিকভাবে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন। তিনি প্রত্যক্ষ করেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ড।

উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, এ এফ এম মুহিতুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

Comments are closed.