rockland bd

বোচাগঞ্জে যুব লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

0

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথায়োগ্য মর্যাদায় উৎযাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় যুব লীগের একটি বর্ণাঢ্য র‌্যালী সেতাবগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল রোড দলিয় কার্য়াললয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সহ-সভাপতি নইমুদ্দিন সাহ্, মোঃ জাফরুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক এটিএম মামুন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক, আশরাফ আলী তুহিন,সেতাবগঞ্জ পৌর যুব লীগের সভাপতি মনজুর হাবীব তুষার, সহ উপজেলা আওয়ামী যুবলীগের নেতা করমি, উপজেলা মহিলা যুবলীগ, সেতাবগঞ্জ পৌর যুব লীগ এবং ০৬টি ইউনিয়নের যুবলীগের নেতা করমি গণ এসময় উপস্থিত ছিলেন প্রমুখ। আলোচনা সভা সেশে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ০৭.৩০ সে দলিয় কার্য়াললয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করাহয়,সকাল ৮.০০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মুনির এর পতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

যুব লীগের একটি বর্ণাঢ্য র‌্যালী সেতাবগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাকিব/বাংলাটুডে

Comments are closed.