rockland bd

নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০

0

নেপালের চিতওয়ান জেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। চিতওয়ান জেলার কালিখোলা গ্রামের কাছে নারিয়াঙ্গা-মুগলিন সড়কে ৩৯ জন যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় ত্রিশুলি নদীতে বাসটি পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

চিতওয়ান ডিস্ট্রিক্ট পুলিশ সুপার (ডিপিও) বসন্ত বাহাদুর কুনোয়ার ২০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পোখারা শহর থেকে রাউতাহাত জেলার গৌড় শহরে যাচ্ছিলো। এরমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

Comments are closed.