rockland bd

রাজধানীর বিভিন্নস্থানে আবর্জনার স্তুপ

0

 

বাংলাটুডে প্রতিনিধি

পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হলেও রাজধানীর বিভিন্নস্থানে কোরবানির পশুর সব বর্জ্য অপসারিত হয়নি। এখনো বিভিন্ন এলাকায় রয়ে গেছে বর্জ্যের স্তুপ। পশুর রক্ত-আর বর্জ্যে আটকে আছে অনেক ড্রেন। ফলে প্রকট দুর্গন্ধ আর বর্জ্য বিড়ম্বনায় পড়েছেন নগরবাসী। তবে, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে দ্রুত নগরী স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে দাবি সিটি করপোরেশন কর্তৃপক্ষের।

রাজধানীর খিলগাঁওয়ের মাটির মসজিদ আবাসিক এলাকার সড়কের দৃশ্য এটি। বৃহস্পতিবার ঢাকার দুই সিটি করপোরেশন পরিচ্ছন্নতা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করলেও ছড়িয়ে থাকা এসব বর্জ্য বলছে ভিন্ন কথা।

কমলাপুর স্টেডিয়ামের পাশের গরুর হাটের বেচাকেনা তিন দিন আগে শেষ হলেও সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে বর্জ্যরে এমন স্তুপ। রাজধানীর অনেক এলাকার সড়ক, অলিগলিতেও থেকে গেছে, পশুর রক্ত, বর্জ্য। ফলে বিড়ম্বনা কমছেনা নগরবাসীর।

অভিযোগের সত্যতা স্বীকার করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, সরু গলিতে বর্জ্য ও পানির গাড়ি ঢুকতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ সমস্যা সমাধানের পাশাপাশি পশুর রক্ত এবং বর্জ্যে যেসব ড্রেন আটকা পড়েছে, সেগুলো পরিস্কারেও কাজ করছে সিটি করপোরেশন।
বাংলাটুডে/আর বি

Comments are closed.