rockland bd

মধুখালীর কুমার নদীতে ভেলা বাইচ

0

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঙ্গাবাড়িয়া বাজার সর্বজনীন দুর্গাপুজা মন্ডপ কমিটির উদ্যোগে ও বাঙ্গাবাড়িয়া বাজার বনিক সমিতির সহযোগিতায় ফরিদপুরের মধুখালীর কুমার নদীতে ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া কুমার নদীতে স্থানীয় ৬টি ভেলা, বাইচে অংশ গ্রহন করেন । ফরিদপুর সদর উপজেলার পরমানন্দপুর গ্রামের মো. আব্দুর রহমান মোল্যার ভেলা প্রথম, একই উপজেলার রহিমপুর গ্রামের মো. আক্তার শেখের ভেলা দ্বিতীয় ও মধুখালী উপজেলার বাঙ্গাবাড়িয়া গ্রামের মো. মনিরুল ইসলামের ভেলা ৩ৃতীয় স্থান লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংক্ষিপ্ত বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ফরিদ হোসেন, সাধারন সম্পাদক মো.কামাল হোসেন মোল্যা,বাঙ্গাবাড়িয়া বাজার বনিক সমিতির সভাপতি মো.জাহাঙ্গীর হোসেন ফকির,সাধারন সম্পাদক মোঃ আনোয়ার জাহিদ,যুগ্ম সাধারন সম্পাদ মো. ইদ্রিস আলী লিটু, মো. রায়হান উদ্দিন শেখ,পুজা কমিটির সভাপতি কালীপদ সরকারসহ প্রমুখ ।
বিজীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। শতশত নারী পুরুষ সেতুর উপর ও নদীর দু’তীরে ভেলা বাইচ উপভোগ করেন।
স্বজল/বাংলাটুডে

Comments are closed.