rockland bd

ডোমারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

ডোমার (নীলফামারী) প্রতিবেদক


নীলফামারীর ডোমারে পুকুরে গোসল করতে নেমে আলিফ হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের উত্তর জোড়াবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। আলিফ ওই গ্রামের আহিম হোসেনের ছেলে।
একই ঘটনায় গুরুত্বর অসুস্থ্য শিশু রুবেল হোসেনকে (৭) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, বেলা তিনটার দিকে বাড়ির পাশের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে শিশু আলিফ হোসেন। এসময় আলিফ ও রুবেল পুকুরের গভীর পানিতে ডুবে যায়। সেটি দেখে অপর বন্ধু হাবিব (৭) চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এসে আলিফকে মৃত অস্থায় উদ্ধার করে।
অপর শিশু রুবেলকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রুবেলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও এখনো শঙ্কামুক্ত নয় বলে তার পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি।’

বাংলাটুড২৪/আবু ফাত্তাহ্/আর এইচ

Comments are closed.