rockland bd

শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

0

শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি পরিদর্শন করছেন ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলী দাশ।


মাসুদ মোশাররফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি (বাংলাটুডে) : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলী দাশ শনিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুরে অবস্থিত বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকারের জমিদারি তদারকির কাছারিবাড়ি পরিদশন করেন। এ সময় তার সাথে ছিলেন,পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার,সংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব ড.আবু হেনা মোস্তফা কামাল,সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ,রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের ভিসি ড.প্রফেসর বিশ^জিৎ ঘোষ, সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

কাছারিবাড়ি পরিদর্শন শেষে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দানকালে ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলী দাশ বলেন,আমি বিশে^র বিভিন্ন দেশে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান ঘুরে দেখেছি। এরমধ্যে শাহজাদপুরের কাছারিবাড়ি আমার কাছে বেশি ভাল লেগেছে। কবি এখানকার মানুষের কাছে কতটা আপন তা এই মিলনায়তনে দর্শকদের উপস্থিতি দেখেই বোঝা যায়। কবির এ স্মৃতি জড়িত স্থানটিকে ভারত-বাংলাদেশের পর্যটন স্থান হিসেবে উন্নয়ন করা যেতে পারে বলে মন্তব্য করেন।

আমিন/০৭সেপ্টেম্বর/২০১৯

Comments are closed.