rockland bd

মধুখালীতে ট্রেনের সাথে বালুর গাড়ীর সংঘর্ষ

0

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে চলন্ত ট্রেনের সাথে বালু বোঝাই ৫ চাকার ট্রাকের সংঘর্ষ হয়েছে । তবে কোন হতাহতের ঘটনা ঘটে নাই ।
প্রত্যক্ষ দর্শি জানান আজ রোববার সকাল ৯ টায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গীপাড়া এক্সপ্রেজ মধুখালী রেলগেট অতিক্রম করছিল কামারখালী থেকে ছেড়ে আসা ফরিদপুর দিকে গামী ৫চাকার বালু বোঝাই ট্রাক রেলগেট এলাকায় পৌছালে শত মিটার দুরে থাকায় অবস্থায় গাড়ীর নিয়ন্ত্রণ হারান চালক। গেট ডাউন থাকা অবস্থায় ট্রেন ঢাকা-খুলনা মহাসড়ক অতিক্রম কালে সোজা বালুর ট্রাকটি ট্রেনের উপর আসড়ে পড়ে এতে বালুর ট্রাকটির সামনের অংশ দুমরেমুচড়ে যায়। চালক লাফিয়ে নিজের জীবন রক্ষা করেন। কোন হতাহতের ঘটনা ঘটে নাই । চালক বা গাড়ীর মালিকের কোন পরিচয় জানা সম্ভব হয় নাই ।
রাকিব/বাংলাটুডে

Comments are closed.