গুরুদাসপুর (নাটোর) প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুরে মশিন্দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলছাত্রী মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামের জহুরুল হকের মেয়ে বলে জানা যায়।
এ ঘটনায় শনিবার দুপুরে গুরুদাসপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে পৌর সদরের চাঁচকৈড় পুড়ান পাড়ার (চৈতালী হাট মোড়) মোঃ বকুল হোসেনের বখাটে ছেলে সাগর হোসেন (২২)।
এ বিষয়ে ছেলের বাবাকে অভিযোগ জানালেও সে কোন পদক্ষেপ না নিয়ে বরং ছাত্রীর বাবা জহুরুল হককে মেয়ে তুলে নেওয়ার হুমকি দেয়।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোহা কলেজ রোডের ফায়ার সার্ভিসের পাশের রাস্তা থেকে তাকে জোড় পুর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়া গেছে। প্রেম ঘটিত বিষয় হতে পারে বলে তিনি অনুমান করেন। তবে মেয়েটিকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। সে উদ্ধার হলে প্রকৃত ঘটনা জানা যাবে।
বাংলাটুডে২৪/ডিএমদিলু/আরএইচ