rockland bd

ভূমিকম্পে ইন্দোনেশীয় দ্বীপের উচ্চতা ১০ ইঞ্চি বৃদ্ধি

0

 

বাংলাটুডে ডেস্ক

অতিসম্প্রতি ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে যে ভূমিকম্প হয়ে গেল তাতে ঐ দ্বীপটির উচ্চতা আগের চেয়ে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার বেড়েছে।

গত ৫ আগস্ট সংঘঠিত এই ভূমিকম্পের পর আমেরিকার নাসার বিজ্ঞানীরা এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূ-কম্পন বিজ্ঞানীরা বিভিন্ন বাস্তব আলামত বিশ্লেষণ করে দেখতে পেয়েছেন যে, দ্বীপটির পৃষ্ঠভাগে ব্যাপক পরিবর্তন এসেছে এবং এর আকৃতিতেও পরিবর্তন ঘটেছে। প্রচন্ড কম্পনের সময় দ্বীপটির পৃষ্ঠভাগ আগের চেয়ে আরো দশ ইঞ্চি উপরে উঠে যায়।

উল্লেখ্য, রিখটার স্কেলে ৭.০ মাত্রার এই ভূমিকম্পে প্রায় ৩০০ মানুষ নিহত, ৬৮ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত এবং ২৭০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েন।

দ্বীপটিতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসা শুরু করেছে এবং ইমানদার মুসলমানরা ভেঙে পড়া মসজিদ পূনঃনির্মাণ কাজ শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য, এই ভূকম্পন পার্শ্ববর্তী বালি দ্বীপেও অনুভূত হয়। এবং ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এই দ্বীপের একজন ঈমাম ভূমিকম্প চলার সময়ও তার নামাজ অব্যাহত রাখেন।

বাংলাটুডে/আর বি

Comments are closed.