rockland bd

রোহিঙ্গাদের অনাগ্রহে শুরু করা গেলো না প্রত্যাবাসন

0

বৃহষ্পতিবার, বাংলাটুডে টুয়েন্টিফোর: ব্যাপক প্রস্তুতি ও উদ্যোগ থাকা সত্ত্বেও রোহিঙ্গা শরনার্থীদের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত এ দফায়ও শুরু করা গেলো না প্রত্যাবাসন কর্মসূিচী

এর আগে গত বছর নভেম্বর মাসে একই রকমের একটি প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যায়।খবর বিবিসি বাংলার।

উল্লেখ্য, মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে ১০ লক্ষাধিক রোহিঙ্গা গত দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের কক্ষবাজার জেলার উখিয়ায় বসবাস করছেন।
আজ রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু কোন রোহিঙ্হাই এই মুহুর্তে দেশে ফিরতে রাজি হচ্ছেন না। বাড়িঘর ও জমি-জমা ফেরত ে দওয়া, মিয়ানমারেরর নাগরিকত্ব প্রদানসহ ৫ পাঁচদফা দাবি তুলেছেন তারা।

আস/বাংলাটুডে

Comments are closed.