rockland bd

শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা

0

শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা


সোহেল রানা, যশোর প্রতিনিধি (বাংলাটুডে) : যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গববন্ধু শেখ মুজিবুরুজ রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এই আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য ও নাভারণ ডিগ্রী কলেজ অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি এম মসিউর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোজাফ্ফার হোসেন,শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, ডিহি ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলী, পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, গোগা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও বিজিবি কর্মকর্তারা।

আমিন/০৫আগস্ট/২০১৯

Comments are closed.