rockland bd

ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

0


ডেস্ক রিপোর্ট, ঠাকুরগাঁও, ০২ আগস্ট (বাংলাটুডে) :
ঠাকুরগাঁও সদর উপজেলার বড়খোঁচাবাড়ি এলাকায় বলাকা উদ্যানের সামনে নৈশকোচ ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।
শুক্রবার সকাল ৮ টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে মারাত্মক এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছিলেন মিনিবাসের চালক চায়না (৪০)। অন্য ছয়জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঢাকা থেকে ‘ডিপজল এন্টারপ্রাইজ’ নামে একটি নৈশকোচ ঠাকুরগাঁও আসছিল। অপরদিকে ‘নিশাত এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী মিনিবাস রংপুর যাচ্ছিল। বড়খোচাবাড়ি এলাকায় বলাকা উদ্যানের সামনে একটি ভটভটি ও একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নৈশকোচ ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।মারাত্মক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মিনিবাসের চালকসহ পাঁচজন মারা যান। আহত হয় অন্তত ৩২ জন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। বর্তমানে ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান, তারা ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার করেছেন।আহতদের মধ্যে রয়েছে আনোয়ারা, জিনিয়া, বেলাল, আব্দুল মজিদ, আবুল কালাম আজাদ, বিশ্বাস, অনিল কুমার, ফাহিম, সোহেল, ফরিদুল, আলী, আকলিমা, পাঞ্জা বেগম, মনসুর, আলআমিন, লাবিয়া, মিতালি, আক্কাস, জৈবুন নেছা ও অজ্ঞাত তিনজন।-ইউএনবি
এবিএস

Comments are closed.