rockland bd

বীরভূমে নারীর পেটে দেড় কেজি গয়না!

0


ডেস্ক রিপোর্ট, ঢাকা, ২৯ জুলাই (বাংলাটুডে) :
পশ্চিমবঙ্গের বীরভূমে ৪৯ বছর বয়সী এক নারীর পেট থেকে বের করা হলো দেড় কেজি গয়না। পশ্চিম বঙ্গের বীরভূমের একটি সরকারী হাসপাতালে ঘটলো এমন ঘটনা। সোনার হার, নেকলেস, নাকের ফুলের সাথে পাওয়া গেছে ৯০টি পয়সাও।

ডাক্তার সিদ্ধার্থ বিশ্বাস জানান, তিনি সাথে করে এক্সরে ও সিটিস্ক্যান রিপোর্ট নিয়ে আসেন। তা দেখে আমরা সন্দেহ করি যে ধাতব কোন কিছু থাকতে পারে তার পেটে। গয়না তা বুঝিনি, পেটের ভিতরে এক সাথে জমাট বেধে ছিল গয়নাগুলো। গয়নার ভারে নিচে নেমে এসেছিল পাকস্থলি। ঐ নারীকে অস্ত্রোপচারের আগে প্রায় দু’সপ্তাহ হাসপাতালে রেখে ছিলেন কর্তৃপক্ষ। ডাক্তারা জানান, এ নারী মানসিক ভারসম্যহীন-ডয়েচে ভেলে
এবিএস

Comments are closed.