rockland bd

এরশাদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

0

ঢাকা, ১৪ জুলাই, ২০১৯ (বাংলাটুডে) : সাবেক রাষ্ট্রপতি, সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রবিবার পৃথক শোকবার্তার মাধ্যমে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেন।
শোক বার্তায় রাষ্ট্র ও সরকার প্রধান এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
৮৯ বছর বয়সী এরশাদ গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ২৬ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। গত ৪ জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমিন/১৪জুলাই/২০১৯

Comments are closed.