বিদেশ ডেস্ক: মালয়েশীয়
সীমান্তের কাছের ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় ৭ জনের সলিল সমাধি হয়েছে। এখনও নিখোঁজ ৮ জন।খবর সিনহুয়ার।

জলসীমায় উপকূল রক্ষীরা তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। তারা বলছে, গত ৩০ জুলাই ১৬ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যাওয়ার পর থেকে তারা অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় কেবলমাত্র একজনের প্রাণ বেঁচেছে বলে জানিয়েছে তারা।উপকূল রক্ষীদের মুখপাত্র ক্যাপ্টেন আর্মান্ড বালিলো বলেল, ‘নৌ-ডুবির ঘটনায় এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে উদ্ধার দল পাঠানো হয়েছে। তারা সকলে তাবি-তাবির বাসিন্দা।’ বেঁচে যাওয়া ব্যক্তি জানান, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সিতাংকাই তাবি তাবি এলাকা থেকে মালয়েশিয়ার সেম্পর্নাহ সাবাহ এলাকায় যাওয়ার সময় সুমুদ্রের ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়। খবরে বলা হয়, স্থানীয় জেলেরা সিতাংকাই রিফ থেকে সাতটি লাশ উদ্ধার করে।
বাংলাটুডে২৪/এবিএস