rockland bd

আন্দোলনে মুখে ১৭ শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা

0


মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর প্রতিনিধি (বাংলাটুডে) :
২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিক নাম্বার না দেওয়ায় নাটোরের গুরুদাসপুরে ভোকেশনাল শাখার ১৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে কয়েক দফা মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালনের পর যোগ হয়েছে ব্যবহারিক নম্বর।
এতে ১৭ জন শিক্ষার্থীই পাশ করায় উপজেলার পুরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী আনন্দিত। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ১৭ শিক্ষার্থীর সংশোধিত পাসকৃত ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে ওই শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ছিল যে, তাদের ব্যবহারিক নম্বর পাঠানো হলে অবশ্যই তারা পাশ করবে। কিন্তু অভিযুক্ত প্রধান শিক্ষক প্রথমে নম্বর না পাঠালেও আন্দোলনের চাপে পড়ে পরবর্তীতে নম্বর পাঠায় এবং ফলাফল ইতিবাচক হয়।

আমিন/১৮জুন/২০১৯

Comments are closed.