rockland bd

অপশক্তির পক্ষে গেছে প্রস্তাবিত এই বাজেট : সিপিডি

0


ঢাকা, ১৪ জুন (বাংলাটুডে) :
২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুধু উচ্চবিত্তদের সুবিধা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
শুক্রবার রাজধানীর গুলশানস্থ এক হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই বাজেট গরিবের বাজেট নয়। আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে বলা হয়েছিল পরবর্তী বাজেট হবে গরিবের জন্য। কিন্তু এই বাজেটে নির্বাচনী ইশতিহারের প্রতিফলন ঘটেনি।’
বৃহস্পতিবারের জাতীয় বাজেট নিয়ে সিপিডির আনুষ্ঠানিক পর্যালোচনায় তিনি আরও বলেন, ‘বিকাশমান মধ্যবিত্তরা অর্থনীতির চালিকা শক্তি, কিন্তু প্রস্তুাবিত বাজেটে তাদের গুরুত্ব দেয়া হয়নি।’
দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেন, ‘বাজেটে মধ্যবিত্তদের সুবিধা না বাড়িয়ে উচ্চবিত্তদের সুবিধা বাড়ানো হয়েছে। এর ফলে সমাজে বৈষম্য আরও বাড়বে।’
‘ব্যাংকিং খাতে স্বচ্ছতা আসবে যদি স্বাধীন কমিশন গঠন করা হয়। কিন্তু সুবিধাভোগী শ্রেণি এটি সমর্থন করে না। অপশক্তির পক্ষে গেছে প্রস্তাবিত এই বাজেট,’ যোগ করেন তিনি।
গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

আমিন/১৪জুন/২০১৯

Comments are closed.