rockland bd

নিজ খরচে মেরামত সড়ক মেরামত; আল মাহমুদকে সংবর্ধনা দিলেন টেম্পু শ্রমিকরা

0


মাসুদ মোশাররফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের চরনারুয়া গ্রামের শাহজাদপুর-এনায়েতপুর পাকা সড়কটির বেশকিছু অংশ বৃষ্টির পানিতে ভেঙ্গে যাওয়ার কারণে এ স্থানে প্রতিদিন দূর্ঘটনা লেগেই থাকতো। এ ছাড়া চরম ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যাত্রী ও মালবাহী যানবহণ চলাচল করছিল।
উপজেলার বেলতৈল ইউনিয়নের চরকাদাই গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ ঈদের ছুটিতে বাড়িতে এসে সড়কের এ বেহাল দেখে চরম মর্মাহত হন। ফলে তিনি ব্যক্তি উদ্যোগে ৫০ হাজার টাকা নিজ খরচে সড়কের এ ভাঙ্গা অংশটি মেরামত করে দেন। এতে সড়কের ওই স্থানে দূর্ঘটনার ঝুঁকি নিরসন হয়।

এতে খুশি হয়ে ওই সড়কে চলাচলকারী শতাধিক সিএনজি টেম্পু চালক আল মাহমুদকে ফুলেরতোরা উপহার দিয়ে অভিনন্দন জানান ও সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম আনসারী (আলো), সানোয়ার হোসেন, নূর আলম, দুলাল হোসেন, জেলহক আলী, সাগর আহমেদ, খোয়াজ প্রামাণিক, এরশাদ আলী, নাহাস উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমিন/১৩জুন/২০১৯

Comments are closed.