rockland bd

যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-থ্রীপিস ও গরু আটক

0


সোহেল রানা, যশোর প্রতিনিধি (বাংলাটুডে) :
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় গরু, শাড়ি-থ্রীপিস, চাপাতা ও মদসহ বিভিন্ন মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বুধবার রাতে বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এগুলো আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন ,বেনাপোল কোম্পানি সদর, আইসিপি ও ধান্যখোলা ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি-থ্রিপিস, চাপাতা ও মদ আটক করে। আটক গরুসহ বিভিন্ন মালামাল আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আমিন/১৩জুন/২০১৯

Comments are closed.