rockland bd

বিশ্বকাপে বাড়তি সুবিধা পাওয়ার কথা জানালেন কোহলি

0


খেলা ডেস্ক, ০৫ জুন (বাংলাটুডে) :
দেরি করে বিশ্বকাপ শুরু করে ভারত বাড়তি সুবিধা পেয়েছে, এমনটাই বলেছেন খোদ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
বিশ্বকাপ শুরু হয়েছে ৩০ মে। প্রায় এক সপ্তাহ পর আজ ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। বেশির ভাগ দলই যেখানে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে, সেখানে কোহলিরা কেন এত দেরিতে বিশ্বকাপ শুরু করছেন—প্রশ্নটা ভালোভাবেই উঠেছে ক্রিকেট দুনিয়াতে।
দক্ষিণ আফ্রিকা যেখানে তৃতীয় ম্যাচ খেলছে, ভারত কেবল শুরু করছে, বিশ্বকাপের সূচিতে এমন অসামঞ্জস্যতা নিয়ে ক্ষুব্ধ অনেকেই। ভারতের অধিনায়ক কোহলি নিজে স্বীকার করেছেন, এমন সূচিতে ভারতের সুবিধাই হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিশ্বকাপের সূচি ভারতকে বাড়তি সুবিধা দিয়েছে, ‘আমার তো মনে হয়, এটা আমার কাছে বাড়তি সুবিধা।’
কী কী বাড়তি সুবিধা তারা পেয়েছেন তারও একটা বর্ণনা দিয়েছেন ভারত অধিনায়ক, ‘সুবিধাটা ম্যাচ নিয়ে। এর গতিপ্রকৃতি কীভাবে, কোথায় এগোচ্ছে, সেগুলো সম্পর্কে ধারণা নিয়েই খেলতে নামব আমরা। তা ছাড়া কন্ডিশনটাও অন্যদের চেয়ে ভালো বুঝেছি। মেঘলা কিংবা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলা কেমন হচ্ছে, সেটা বুঝতে পারছি। সকাল দশটার সময় উইকেট যেমন থাকবে, বিকেলে সেটি কতটা বদলে যায়, সে সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি হয়েছে। দলগুলো সম্পর্কেও ধারণা পাচ্ছি। অনেকটা ইতিবাচক হয়েই আমরা বিশ্বকাপ অভিযান শুরু করছি।’
এবারের বিশ্বকাপ ভারতের প্রথম ম্যাচ ইচ্ছে করেই দেরিতে রেখেছে আইসিসি। জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ অনুরোধেই নাকি এমন সূচি করা হয়েছে। আইপিএলের কারণেই বিসিসিআই আইসিসিকে সূচিটা এমন করে বানানোর অনুরোধ জানিয়েছিল। আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা যেন পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন এবং চুক্তিবদ্ধ বিজ্ঞাপনের শুটিং শেষ করতে পারেন, সে কারণেই ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরুর ৬ দিন পর ভারতের ম্যাচ রাখা হয়েছে।

আমিন/০৫জুন/২০১৯

Comments are closed.