ডেস্ক প্রতিবেদন, ঢাকা
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে শনিবার রাতে হামলা করা হয়েছে।
হামলাটি এমন সময়ে হয় যখন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ঐ বাসা ছেড়ে যাচ্ছিলেন।
বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বিদায় উপলক্ষে সুজন সম্পাদকের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূত যখন মজুমদারের বাসা ত্যাগ করছিলেন তখন কয়েকজন যুবক রাষ্ট্রদূতের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে বলে জানান তিনি।
মজুমদার বলেন, “রাত এগারোটার সময় রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে যখন উনি গাড়িতে উঠছিলেন তখন একদল লোক হামলা করে।”
হামলাকারীরা রাষ্ট্রদূতের গাড়ির পেছনে ধাওয়া করে ঢিল ছোঁড়ে বলে জানান মজুমদার।
তবে মোহাম্মদপুর থানার সাথে যোগাযোগ করা হলে মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলার কোনো খবর তাদের কাছে নেই বলে জানান কর্মকর্তা।
মজুমদার জানান মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি চলে যাওয়ার পর তাঁর বাসাতে হামলা চালানো হয়।
“তারা আমার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। না পারায় ইট-পাটকেল ছুঁড়ে জানালার কাঁচ ভেঙেছে”, বলেন মজুমদার।
তার ভাষ্য অনুযায়ী ১০-১৫ জন যুবক হামলাটি চালায়।
এ ঘটনায় জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯ নম্বরে যোগাযোগ করে পুলিশের সহায়তা চান মজুমদার।
মোহাম্মদপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো: রাজিব মিয়া বলেন, “ইকবাল রোডের একটি বাসায় দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুঁড়েছে – ৯৯৯ থেকে এমন একটি খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার টহল দলকে সেখানে পাঠানো হয়।”
পুলিশ কর্মকর্তা রাজিব মিয়া জানান ঘটনার সত্যতা যাচাই করার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সিনিয়র অফিসাররা সেখানে পরিদর্শনে যান।
এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার নিয়ে দীর্ঘ দিন কাজ করছে এই আন্তর্জাতিকভাবে সুপরিচিত এনজিওটি।
বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত নির্বাচনের নানা অনিয়ম নিয়ে কথা বলেন সুজন সম্পাদক মজুমদার।
বাংলাটুডে২৪/আর এইচ